শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্মদিনে আনন্দধারা’র শ্রদ্ধার্ঘ্য
ফিরে দেখা - আনন্দধারা রিডার্স ফোরাম এর " সুনীল সাহিত্য সন্ধ্যা " ২০০১ ! একবার ভেবে দেখুন অবস্থাটা ! ২০০১ সালের ২৩শে জুন শণিবার সন্ধ্যা ! কনকনে ঠান্ডার মধ্যেও সিডনীর বারউড গার্লস এর মিলনায়তন কানায় কানায় পূর্ণ আর উত্তেজনা, উষ্ণতায় আবিষ্ট বাংলা সাহিত্যপ্রেমীদের আন্তরিক উপস্থিতিতে ! মঞ্চে উপবিষ্ট বাংলা সাহিত্যের চলমান প্রবাদপুরষ শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় ! এক চমকপ্রদ উপস্থাপনায় একে একে হাজির তাঁরই সৃষ্ট সব কালজয়ী চরিত্রের কয়েকজন ! সুনীলের মুখোমুখি দাঁড়িয়ে লেখকের শৈশবের বহু স্মৃতিচারণায় মত্ত হলেন এবং মাতিয়ে দিলেন হলভর্তি...