বিনায়ক সাহিত্য সন্ধ্যা
Srimanta Mukherjee2022-09-20T22:39:23+10:00“সাহিত্য জীবনের কথা যতটা বলে
অনেক সময় জীবন নিজে ততটা বলে উঠতে পারেনা”
বিনায়ক বন্দোপাধ্যায় – ৮ই মে ২০২২
আনন্দধারা রীডার্স ফোরাম এর সদস্যদের সাথে আলোচনা প্রসঙ্গে উবাচ
—————————————————————————
আনন্দধারা রজতজয়ন্তী বর্ষ (১৯৯৭ – ২০২২) উদযাপন শুরু অষ্ট্রেলীয়াতে ~
সময় এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে
“বিনায়ক সাহিত্য সন্ধ্যা” – ফেসবুক লাইভ
রবিবার ৫ই জুন ২০২২,
বিকেল ৪টে থেকে ৬টা (সিডনী সময়)
দুপুর ১১ঃ৩০ থেকে ১ঃ৩০ (ভারতীয় সময়)
দুপুর ১২ঃ০০ থেকে ২ঃ০০ (বাংলাদেশ সময়)
♦♦♦
প্রখ্যাত কবি সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দোপাধ্যায় ���র সঙ্গে একটি মনোজ্ঞ সাহিত্য আলোচনার আসরে অংশ নেবেন আনন্দধারা রীডার্স ফোরাম এর সদস্যবৃন্দ এবং অষ্ট্রেলিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা সাহিত্যপ্রেমী মানুষ !
এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের যোগদানের মাধ্যমেই হবে আনন্দধারা’র রজতজয়ন্তী বর্ষ উদযাপন এর শুভারম্ভ !
আগামী দিনে বর্ষব্যাপী কিছু অনুষ্ঠানের আয়োজন আমরা করব বিগত ২৫ বছরে আনন্দধারা’র বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মকান্ডের দর্শক, শ্রোতা এবং কুশীলবদের প্রত্যক্ষ, পরোক্ষ এবং অপার্থিব অংশগ্রহণে ! আনন্দধারা’র সেই অনুষ্ঠানমালিকায় অংশ নেবেন অষ্ট্রেলীয়���, ভারতবর্ষ, বাংলাদেশ, ব্রিটেন, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের আগ্রহী মানুষ ! আপনারা যারা আগামীদিনের আনন্দধারা অনুষ্ঠানমালিকায় অংশ নিতে ইচ্ছুক দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন !
ধন্যবাদ ও শুভেচ্ছাসহ
শ্রীমন্ত মুখার্জী
২রা জুন ২০২২, সিডনী
আনন্দধারা রীডার্স ফোরাম এর পক্ষ থেকে
Event Video Gallery
Leave a Reply
You must be logged in to post a comment.