Self-Reliance through Co-Operative Movement – Rabindranath’s Visionary Implementation
Anandodhara Readers Forum presents 10th Session of Debate Entertainment Enlightenment (BITARKA-ADDA)
Virtual Seminar and Question-Answer session –
- 20th June 2021 (Sunday)
- 7 pm (Sydney Time)
- 2:30 pm ( India Time)
- 3:00 pm ( Bangladesh Time)
Key Note Speakers –
Dr Anup Kumar Sinha – Leading Economist, Chairman Bandhan Bank, Ex Faculty IIM Calcutta, served as Board Member at NABARD, former Director of Heritage Business School (‘HBS’).
Mr Arunendu Banerjee – Eminent Scholar, Architect and Lead Researcher on Rabindranath Tagore, Shantiniketan, Sriniketan and Tagore family lead Rural Reconstruction initiative.
Question and Answer Session:
Anandodhara Readers Forum Members and Facebook and Youtube LIVE audiences
বিষয় –
চিন্তানায়ক রবীন্দ্রনাথ প্রবর্তিত
‘সমবায়-কেন্দ্রিক’ ‘স্বনির্ভরতা’ !
**********
চাকরী নেই, টাকা নেই !
বাঁচবে মানুষ কি ভাবে
আগামী দিনের পথ কি
একক ভাবে স্বনির্ভরতা
দশে মিলে করি কাজ
চিন্তানায়ক রবীন্দ্রনাথ
প্রদর্শিত, প্রবর্তিত, পরীক্ষিত পদ্ধতি
‘সমবায়-কেন্দ্রিক’ ‘স্বনির্ভরতা’
সামাজিক,অর্থনৈতিক ও পরিবেশগত
ভারসাম্য রক্ষা ও সহাবস্থানের
এক যুগান্তকারী অবদানের
সার্থক অনুকরণীয় দৃষ্টান্ত !
আজ কোভিড-বিধ্বস্ত অর্থনীতি
প্রযুক্তি-নির্ভর বিশ্বায়নের যুগে
জনাকীর্ণ পৃথিবীতে কি সেই
চিন্তাধারা’র প্রাসঙ্গিক ?
এর প্রয়োগে কি বর্তমান সমস্যার
কিছু সুরাহা বা সমাধান সম্ভব ?
রবীন্দ্রালোকিত সেই পথ কি
আমাদের পৌঁছে দেবে
“আজি হতে শতবর্ষ পরে”
‘সমবায়’-কেন্দ্রিক স্বনির্ভরতা’য়
‘ওরে নতুন যুগের ভোরে’ !
———
আসুন উপরোক্ত বিষয়ে আমরা শুনি গুণীজনের ভাবনা চিন্তা
প্রধান বক্তা ডাঃ অনুপ কুমার সিনহা এবং শ্রী অরুনেন্দু বন্দোপাধ্যায়
ডাঃ অনুপ কুমার সিনহা – বিশিষ্ট অর্থনীতিবিদ, চেয়ারম্যান – বন্ধন ব্যাঙ্ক, প্রাক্তন শিক্ষক ও সদস্য – বোর্ড অফ গভর্নরস আই-আই-এম কলকাতা, প্রাক্তন সদস্য বোর্ড অফ ডিরেক্টরস নাবার্ড, প্রাক্তন ডিরেক্টর হেরিটেজ বিজনেস স্কুল ! এক মেধাবী, আদ্যোপান্ত সমাজসচেতন মানুষ !
শ্রী অরুনেন্দু বন্দোপাধ্যায় – প্রখ্যাত রবীন্দ্রবিশেষজ্ঞ, স্থপতি, গবেষক ও প্রবন্ধকার ! শান্তিনিকেতন, শ্রীনিকেতন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বহু পুরাতন, দুর্লভ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শনের পুনরুদ্ধার ও সংস্কার এর কাজে নিবেদিত প্রাণ তিন দশকের ও বেশি সময় ধরে !
প্রশ্নোত্তর পর্বে আনন্দধারা রীডার্স ফোরাম এর সদস্যরা অষ্ট্রেলীয়া, ভারতবর্ষ, বাংলাদেশ থেকে যোগদান করবেন ! ফেসবুক এবং ইউ টিউব এর দর্শকবৃন্দের প্রশ্ন সাগ্রহে উত্তর দিতে প্রস্তুত শ্রী বন্দোপাধ্যায় এবং ডাঃ সিন্হা !
সকলকে জানাই যোগদানের এবং সক্রিয় অংশগ্রহনের সাদর আমন্ত্রণ !
ধন্যবাদ ও শুভেচ্ছাসহ
শ্রীমন্ত মুখার্জী
১০ই জুন ২০২১, সিডনী
আনন্দধারা রিডার্স ফোরাম এর পক্ষ থেকে
???
Phone: +61 412554674
Web: anandodhara.com
Email: hello@anandodhara.com
Leave a Reply
You must be logged in to post a comment.