বিদ্যাসাগরের ভুল – ব্রিলিয়ান্ট কেরিয়ার লাটে তুলে জনসেবা
আনন্দধারা রীডার্স ফোরাম এর পঞ্চম বিতর্কাড্ডা - বিষয়: “ নিজের ব্রিলিয়ান্ট কেরিয়ার লাটে তুলে জনসেবা ” ? বিদ্যাসাগর দুশো বছর আগে যে ভুল করেছিলেন আজকের মেধাবী ছাত্র ছাত্রীরা তা করেনা ! তারা বিদ্যাসাগরের চেয়ে বেশী বাস্তবমনস্ক ! “ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো”র চেয়ে আজকের যুগে এটারই বেশী প্রয়োজন ! আলোর দিশারী, সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দধারা রীডার্স ফোরাম এর বিনম্র শ্রদ্ধাঞ্জলী- একটি আলোচনা এবং বিতর্কাড্ডা ! ৩রা অক্টোবর শণিবার সন্ধ্যা ৭টা (সিডনী সময়) বিদ্যাসাগর স্মরণ মনন হোক "একদিন নয় প্রতিদিন" ! আপনার মতামত...