skip to content

এক বারো~না ভেবেই ব্লগ চালু করলাম!

Bengal Culture

এক বারো~না ভেবেই ব্লগ চালু করলাম!

“ দাঁড়াও জীবন ~ আমি ব্যস্ত আছি ”

চাকরী আছে উপরি আছে
জগৎ দেখার রেস্তো আছে
মেয়ে বউ এর শপিং আছে
পূজো প্যান্ডেল হপিং আছে
প্রায়রিটি মিটিং আছে
জীবন পড়ে সবার পিছে !

ডিনার টেবিল উপছে পড়ে
খাবার সময় নাই
রবি শিব হরি বাজছে কলে
শুনবো কখন ছাই !

তোদের সাংস্কৃতিক অনুষ্ঠানের
দুটো টিকিট রাখিস ভাই
সাপোর্ট আছে ইচ্ছে আছে
যাবার সময় নাই !

ফেসবুকে তে মুখ গুঁজে রই
মনের ভেতর শঙ্কা
যদি না কেউ লাইক করে
না দেয় লবডঙ্কা ?!

 

জগৎ আলো করার যে ভার
আমার ওপর ন্যস্ত
মনের আলো জ্বালাই কখন
সদাই থাকি ব্যস্ত । ।

 

শ্রীমন্ত মুখার্জী
১লা ডিসেম্বর ২০১৭, সিডনী

Leave a Reply