এক বারো~না ভেবেই ব্লগ চালু করলাম!
“ দাঁড়াও জীবন ~ আমি ব্যস্ত আছি ”
চাকরী আছে উপরি আছে
জগৎ দেখার রেস্তো আছে
মেয়ে বউ এর শপিং আছে
পূজো প্যান্ডেল হপিং আছে
প্রায়রিটি মিটিং আছে
জীবন পড়ে সবার পিছে !
ডিনার টেবিল উপছে পড়ে
খাবার সময় নাই
রবি শিব হরি বাজছে কলে
শুনবো কখন ছাই !
তোদের সাংস্কৃতিক অনুষ্ঠানের
দুটো টিকিট রাখিস ভাই
সাপোর্ট আছে ইচ্ছে আছে
যাবার সময় নাই !
ফেসবুকে তে মুখ গুঁজে রই
মনের ভেতর শঙ্কা
যদি না কেউ লাইক করে
না দেয় লবডঙ্কা !
জগৎ আলো করার যে ভার
আমার ওপর ন্যস্ত
মনের আলো জ্বালাই কখন
সদাই থাকি ব্যস্ত । ।
শ্রীমন্ত মুখার্জী
১লা ডিসেম্বর ২০১৭, সিডনী
Leave a Reply
You must be logged in to post a comment.