Swami Vivekananda’s Man Making Education

Swami Vivekananda

Swami Vivekananda’s Man Making Education

সিডনীতে আনন্দধারা শো-রুম /লাইব্রেরিতে সিডনী এবং কলকাতা’র আগ্রহী বক্তাদের সমন্বয়ে আয়োজিত এক মনোজ্ঞ এবং আলোকিত বিতর্কাড্ডার মধ্যে দিয়ে “অপার্থিব বিশ্বায়ন” এর প্রথম পদক্ষেপ এবং হাতে খড়ি হলো |

বিতর্কাড্ডার বিষয় ছিল : “স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা আজকের পৃথিবীতে অচল” !

সিডনীর বক্তাদের সাথে আমরা প্রযুক্তির সহায়তায় তিনজন সাথী পেয়েছিলাম কলকাতা থেকে ~ স্বেতশ্রী চক্রবতী, শান্তনু দে এবং সৌমিত্র চক্রবর্তী ! ধন্যবাদ তাঁদের এই বিতর্কাড্ডার বিষয়ে ভিডিও রেকর্ডেড বক্তব্য আনন্দধারা রীডার্স ফোরামে শেয়ার করবার জন্য ! সিডনী থেকে বিতর্কাড্ডায় অংশ নিয়েছিলেন: দেবু মুখার্জী, লালী মুখার্জী, অসীম দাস, দিলীপ দত্ত, তপনজ্যোতি মিত্র, সৌমিক বাসু, মিতালি রায়, দেবস্মিতা মুখার্জী,পারিজাত ব্যানার্জী,সুমিতাভ সাহা, সৌমিক ঘোষ, রবিরশ্মি ঘোষ, শ্রেয়সী দাস, এবং শ্রীমন্ত মুখার্জী

Event Videos

User Comments

Leave a Reply