Swami Vivekananda’s Man Making Education
সিডনীতে আনন্দধারা শো-রুম /লাইব্রেরিতে সিডনী এবং কলকাতা’র আগ্রহী বক্তাদের সমন্বয়ে আয়োজিত এক মনোজ্ঞ এবং আলোকিত বিতর্কাড্ডার মধ্যে দিয়ে “অপার্থিব বিশ্বায়ন” এর প্রথম পদক্ষেপ এবং হাতে খড়ি হলো |
বিতর্কাড্ডার বিষয় ছিল : “স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা আজকের পৃথিবীতে অচল” !
সিডনীর বক্তাদের সাথে আমরা প্রযুক্তির সহায়তায় তিনজন সাথী পেয়েছিলাম কলকাতা থেকে ~ স্বেতশ্রী চক্রবতী, শান্তনু দে এবং সৌমিত্র চক্রবর্তী ! ধন্যবাদ তাঁদের এই বিতর্কাড্ডার বিষয়ে ভিডিও রেকর্ডেড বক্তব্য আনন্দধারা রীডার্স ফোরামে শেয়ার করবার জন্য ! সিডনী থেকে বিতর্কাড্ডায় অংশ নিয়েছিলেন: দেবু মুখার্জী, লালী মুখার্জী, অসীম দাস, দিলীপ দত্ত, তপনজ্যোতি মিত্র, সৌমিক বাসু, মিতালি রায়, দেবস্মিতা মুখার্জী,পারিজাত ব্যানার্জী,সুমিতাভ সাহা, সৌমিক ঘোষ, রবিরশ্মি ঘোষ, শ্রেয়সী দাস, এবং শ্রীমন্ত মুখার্জী
Leave a Reply
You must be logged in to post a comment.