মগজাঞ্জলি

Magajanjali Soumitra Chattopadhaya

মগজাঞ্জলি

আনন্দধারা রীডার্স ফোরাম এর ষষ্ঠ বিতর্কাড্ডা
বিষয় – ” মগজাঞ্জলি ”
“মগজ ধোলাই যন্ত্র” বৃহত্তর স্বার্থে সদ্ব্যবহার করা সম্ভব !
প্রয়োজন সচেতন এবং সঠিক “মগজাস্ত্র” প্রয়োগ !!

৬ই ডিসেম্বর ২০২০ রবিবার
সিডনী সময় রবিবার বিকেল ৭:০০ টা – ৮:০০ টা
ভারতীয় সময় রবিবার দুপুর ১:৩০ টা – ২:৩০ টা
বাংলাদেশ সময় রবিবার দুপুর ২:০০ টা – ৩:০০ টা

বঙ্গ-সংস্কৃতির কিংবদন্তী মহীরূহ শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রয়াণে তাঁর বিশ্বব্যাপী গুণগ্রাহীদের মাঝে আমরাও শোকস্তব্ধ এবং ব্যথিত ! ওনার অবদানের মূল্যায়ন হতেই থাকবে আগামী কয়েক প্রজন্ম ধরে ! মঞ্চ এবং রুপোলি পর্দার অবিসংবাদিত প্রবাদ পুরুষের দুটি অনবদ্য চরিত্রায়নের সংলাপ এবং প্রেক্ষাপট কেন্দ্র করে ~ আনন্দধারা রীডার্স ফোরাম এর শ্রদ্ধাঞ্জলী স্মরণে মননে ” ফেলুদা ” এবং ” উদয়ন পন্ডিত ” !
আলোচনার বিষয় এবং বিতর্কের রূপরেখা ~
আমাদের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিচয় রূপোলী পর্দায় বা মঞ্চে ওনার সৃষ্ট বিভিন্ন চরিত্রের মাধ্যমে ! চরিত্রায়ণের এই বিশাল ব্যপ্তি এবং অতলান্ত গভীরতায় বাঙালি নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে পেয়েছে বারে বারে ! মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে সৌমিত্র চট্টোপাধ্যায় রূপায়িত সেই সব চরিত্র এবং ঘটনাপ্রবাহ কি নিছকই রূপোলী পর্দার মনোরঞ্জন, মঞ্চমায়ায় চোখ ধাঁধানো কিছু মুহুর্ত নাকি সেই পর্দার আড়ালে মঞ্চের নেপথ্যে আছে কিছু বার্তা যা তাৎক্ষণিক নক্ষত্রের আলোয় অস্পষ্ট হয়েছিল জনসাধারণের কাছে ! এ এক মণি-কাঞ্চন যোগ যখন সেই যুগান্তকারী সৃষ্টির উৎস সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক পরিচালক শ্রী সত্যজিৎ রায় ~ এ যেন সোনায় সোহাগা ” সোনার কেল্লা ” “ হীরক রাজার দেশে ” ! আজ “ফেলুদা” “উদয়ন পন্ডিত” তৈরী হোক ঘরে ঘরে ~ এই বুদ্ধিদীপ্ত সচেতনতার বার্তাই কি দিতে চেয়েছিলেন মানিক’দা তার মানসপুত্রের অনবদ্য ভিন্ন আঙ্গিকের দুটি অমর চরিত্রায়ণের মধ্যে দিয়ে ! নাকি ” ফেলুদা ” ” উদয়ন পন্ডিত ” এর সৃষ্টি নিছক বিনোদন মাত্র ?
এই প্রশ্ন আর ধাঁধার উত্তর দেবার মানুষ দুটি আর আজ আমাদের মাঝে নেই ! আসুন না আমরা শ্রদ্ধা সহকারে গঙ্গাজলে গঙ্গাপূজো করি নিজেদের মগজাস্ত্র প্রয়োগ করে !

0412554674
hello@anandodhara.com

Event Videos

User Comments

Leave a Reply