অর্থের মূল্য বোধ- কথাটাই অর্থহীন!

Orther Mullo

অর্থের মূল্য বোধ- কথাটাই অর্থহীন!

“শ্রী অরবিন্দ এবং শ্রীমা” বিরচিত
” অর্থের মূল্য ” পুস্তকের আলোয়
আলোকিত একটি আলোচনা / বিতর্ক !

” দাদা আমি ইকোনমি বুঝিনা ”
বিতর্ক আড্ডা সিরিজ এর দ্বিতীয় কিস্তি !

ভাবছেন তো
———————-
অর্থের মূল্য ! সেটা আবার কি ?

কোনো জিনিষ এর মূল্য বা
কোনো পরিষেবার মূল্য অনুযায়ী
আমরা অর্থ দিয়ে সেটা ক্রয় করি !
*************
টাকা থাকলে খরচ করবো !
টাকা জমাবো !
টাকা দান করবো !
সেই টাকা দিয়ে
কি হচ্ছে, কি হবে, কি হতে পারে
এতো ভাবা ভাবির কি আছে !
**************
“অর্থের মূল্যবোধ” কথাটাই অর্থহীন !
**************
সমস্যা হয়েছে এই যে
“শ্রী অরবিন্দ এবং শ্রীমা” বিরচিত
একটা পাতলা বই ” অর্থের মূল্য ”
হাতে পাবার এবং পড়��ার পর
থেকে অনেক সাধারণ বোধশক্তি এবং
চিরাচরিত ধ্যান ধারণা কেমন যেন
জট পাকাতে শুরু করেছ��� !
**************

একেই আমি ইকোনমির কিচ্ছু বুঝি না !
শুধুই প্রশ্ন জাগে মনে ! তার ওপর
ঋষি অরবিন্দের মতো ত্যাগী মনীষীর
ভাবনা চিন্তা ইকোনমি নিয়ে !

ভাবলাম এই বিতর্ক-আড্ডায়
বিভিন্ন বক্তার দৃষ্টিকোণ থেকে
উপস্থাপিত বক্তব্য শুনে
যদি “অর্থের মূল্য” সম্পর্কে
একটু বোধ জন্মায় –

তাই এই প্রয়াস !

আসুন ! যোগদান করুন !

আপনার বক্তব্য বিষয় এর পক্ষে বা বিপক্ষে
ভিডিও রেকর্ড করে পাঠান !
ভিডিও রেকর্ডিং এর সময়সীমা ৪ মিনিট (চার মিনিট)

শুভেচ্ছা ও ধন্যবাদান্তে

শ্রীমন্ত মুখার্জী
আনন্দধারা রিডার্স ফোরাম এর পক্ষ থেকে
২২শে জানুয়ারী ২০২১

Web: anandodhara.com
Email: hello@anandodhara.com

Event Videos

User Comments

Leave a Reply