শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্মদিনে আনন্দধারা’র শ্রদ্ধার্ঘ্য
- 07:00 PM
- Sydney, Australia
ফিরে দেখা – আনন্দধারা রিডার্স ফোরাম এর ” সুনীল সাহিত্য সন্ধ্যা ” ২০০১ !
একবার ভেবে দেখুন অবস্থাটা ! ২০০১ সালের ২৩শে জুন শণিবার সন্ধ্যা ! কনকনে ঠান্ডার মধ্যেও সিডনীর বারউড গার্লস এর মিলনায়তন কানায় কানায় পূর্ণ আর উত্তেজনা, উষ্ণতায় আবিষ্ট বাংলা সাহিত্যপ্রেমীদের আন্তরিক উপস্থিতিতে !
মঞ্চে উপবিষ্ট বাংলা সাহিত্যের চলমান প্রবাদপুরষ শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় ! এক চমকপ্রদ উপস্থাপনায় একে একে হাজির তাঁরই সৃষ্ট সব কালজয়ী চরিত্রের কয়েকজন ! সুনীলের মুখোমুখি দাঁড়িয়ে লেখকের শৈশবের বহু স্মৃতিচারণায় মত্ত হলেন এবং মাতিয়ে দিলেন হলভর্তি দর্শক আর ছেলেবেলায় ফিরে যাওয়া সুনীলকে তাঁরই হিরো “ নাদের আলি ”রূপী সিডনী এবং বাংলাদেশের জনপ্রিয় মঞ্চাভিনেতা শাহীন শাহনেওয়াজ তার অনবদ্য অভিনয়ে ! প্রেক্ষাগৃহে তখন অনুরণিত হচ্ছে “ কেউ কথা রাখেনি ~ কেউ কথা রাখেনা ” !
ছুঁচ পড়লে শোনা যায় এমন এক অবিস্মরণীয় পরিবেশে শ্রী স্মৃতীশ রায় এর স্বর্ণকন্ঠে নেপথ্যে ভেসে এল থমকে যাওয়া “সেই সময়” এর কিছু কথা আর ধীর ভীরু পায় মঞ্চে এলেন লেখকেরই কলমের আঁচড়ে বনেদী বংশের গৃহবধূ থেকে পুরুষ মানুষের লালসা কামনার আস্তাকুঁড়ে বিসর্জিতা ভাগ্যবিড়ম্বিতা চরিত্র “বিন্দুবাসিনী”র বেশে সিডনীর নাট্যবলয়ের উজ্জ্বল নক্ষত্র শ্রীমতী শর্মিলা রায় এবং বিন্দুবাসিনীর অব্যক্ত প্রেমের নায়ক গঙ্গার ভূমিকায় আর এক জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব শ্রী টিটো রায় ! অতর্কিতে বিন্দুবাসিনী সরাসরি এক অমোঘ প্রশ্ন ছুঁড়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন স্বয়ং সুনীলকে ! লেখকের হতবাক তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা ছিল দর্শকদের কাছে চরম উপভোগ্য !
পরবর্তী পর্বে উপস্থিত “নীরা” – রোমান্স এর কূয়াশায় ঘেরা রহস্যময়ী এক নারী ! সারা বিশ্বজুড়ে বাঙ্গালী সাহিত্য, কবিতাপ্রেমীদের চিরবিস্ময়ের এক চরিত্র এই নীরা প্রসঙ্গে কবিতা পাঠকদের এক সমুদ্র প্রশ্নে হাবুডুবু খাওয়া দেখতে দেখতে সুনীল বোধ হয় অভ্যস্ত হয়ে গেছেন ! কিছুটা উপভোগও করেন ! তাই শম্পা ঘোষদস্তিদার এর রূপায়ণে “নীরা”এবং স্বয়ং লেখকের ভূমিকায় শ্রী আশীষ ভট্টাচার্য্য অনবদ্য অভিনয়ে সুনীল গঙ্গোপাধ্যায় সহ সকলকে মন্ত্রমুগ্ধ করলেও নীরা’র সেই রহস্য থেকেই গেলো অবগুন্ঠিত ! অগণিত ভক্তের পাশ কাটিয়ে মুখে মৃদু হাসি নিয়ে এগিয়ে গেলেন আমাদের সকলের প্রিয় সুনীল’দা ! আড় চোখের ছোট্ট একটা ঈশারা রইলো স্বাতী বৌদির উদ্দেশ্যে ! যার মানে বোঝা বোধ হয় উত্তরের মধ্যে প্রশ্ন খোঁজা আর নীরার মধ্যে মানবী খোঁজার মাঝামাঝি জায়গায় নিশ্চিন্তে রয়ে গেলো অনাগত ভবিষ্যতের জন্য !
এই অসাধারণ একটি অনুষ্ঠান ” সুনীল সাহিত্য সন্ধ্যা ” আয়োজন এবং ব্যবস্থাপনার নেপথ্যে বহু মানুষের অবদান অনস্বীকার্য !
আলোক সম্পাতে – শ্রী গোরা সেনগুপ্ত এবং গোলাম মোস্তাফা, শব্দ সংযোজনায় – জিয়া আহমেদ, মঞ্চ সজ্জা এবং শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত “দখিনা” পত্রিকার আত্মপ্রকাশ এর সিংহভাগ দায়ীত্ব নীরবে বহন করেছিলেন শ্রী অরিজিৎ সেন এবং সক্রিয় সহযোগিতা করেন বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্রীমতি রীনা মিত্র ! “দখিনা” পত্রিকা ছাপানোর দায়ীত্বে ছিলেন কামরুল হাই ! এ ছাড়া বিভিন্ন কাজে সক্রিয় সহযোগিতা করেন পারমিতা সেন, শম্পা ভট্টাচার্য্য, অরিন্দম, অপু , মলি আহমেদ, গার্গী মুখার্জী এবং আরো অনেকে ! এই অনুষ্ঠানে অবদান সত্ত্বেও যাঁদের নাম উল্লেখ করা হয়নি তাঁদের কাছে আমি আন্তরিক ভাবে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী !
শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্মদিনে ৭ই সেপ্টেম্বর ২০২০, সন্ধ্যা সাতটা (সিডনী সময়) আনন্দধারা’র শ্রদ্ধার্ঘ্য
⚘? “ সুনীল এর মুখোমুখি তারই সৃষ্ট কয়েকটি চরিত্র ” ?⚘?
কুড়ি বছর আগে সিডনীতে “সুনীল সাহিত্য সন্ধ্যা”র বিশেষ পর্বের কুশীলব’দের মুখ থেকে শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় এর সাথে একই মঞ্চে কিছুটা সময় কাটানোর বিরল এবং বর্ণময় অভিজ্ঞতা ! তার সঙ্গে উপভোগ করুন ২০ বছর আগের সেই অনুষ্ঠানের ভিডিয়ো আনন্দধারা ওয়েবসাইটে
???
ফেসবুক লাইভ ! ৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৮টা (সিডনী সময় )
???
” পুরানো সেই দিনের কথা’র সুনীল সাগরে ” ~
স্মৃতিচারণা করবেন সুনীল স্নেহধন্য এবং প্রখ্যাত সাহিত্যিক ডাঃ নবকুমার বসু এবং আরো অনেকে ! এর মধ্যে থাকবেন অষ্ট্রেলিয়ার বেশ কিছু সাহিত্যপ্রেমী যাঁরা ২০০১ সালে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এর অস্ট্রেলিয়া সফরকালে তার সান্নিধ্য পেয়েছিলেন ! ২০০১ সালের জুন, জুলাই মাসে আনন্দধারা’র আমন্ত্রণে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় ও শ্রীমতী স্বাতী গঙ্গোপাধ্যায় এর প্রথম এবং অবিস্মরণীয় অস্ট্রেলিয়া সফরের সঙ্গী ছিলেন সিডনী , ক্যানবেরা এবং মেলবোর্নের বহু সুনীল-ভক্ত মানুষ ! বাংলা সাহিত্যের কিংবদন্তী সুনীল’দাকে ঘিরে সেই সুনীল’কে কাছ থেকে পাওয়া মানুষগুলোর স্মৃতিচারণায় এবং বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা এবং ভ্রমণের নানা আকর্ষণীয় কাহিনী দিয়ে আমরা আবার ফিরে পেতে চাই সেই মায়াবী সুনীলঘেরা দুটো সপ্তাহ ! যা অস্ট্রেলিয়ার বহু সাহিত্যপ্রেমীর কাছেই এক পরম প্রাপ্তি এবং স্মৃতির মণিকোঠার চিরস্থায়ী হয়ে আছে !
আনন্দধারা রিডার্স ফোরাম এর পক্ষ থেকে আমরা অনুরোধ করছি – যারা ২০০১ সালে সুনীল গঙ্গোপাধ্যায় এর অস্ট্রেলিয়া সফরের সময় তাঁকে কাছ থেকে দেখবার, কথা বলার, জানবার সুযোগ পেয়েছিলেন তাঁরা তাদের সেই অভিজ্ঞতা ভাগ করে নিন সকলের সাথে ! সুনীল গঙ্গোপাধ্যায় এর ২০০১ সালে অস্ট্রেলিয়া সফরকালীন কোনো ঘটনা যা আপনার মনে দাগ কেটেছিল তা আপনি লিখে পাঠাতে পারেন বা ফেইসবুক লাইভ এ উপস্থাপনা করতে পারেন !
” দখিনা – সুনীল সংখ্যা “
প্রকাশিত হবে ৭ই সেপ্টেম্বর ২০২০ !